এমাসেই দ্বিতীয়বার দাম বাড়ল গ্যাসের

Nov 09, 2018 07:35 PM IST

image

কলকাতা: উৎসবের মরশুমের মধ্যেই ফের মহার্ঘ রান্নার গ্যাস। ন’দিনের ব্যবধানে দাম বাড়ল রান্নার গ্যাসের। ভরতুকিযুক্ত ও ভরতুকিহীন গ্যাসের সিলিন্ডার প্রতি দু টাকা বাড়ল। গ্যাস ডিলারদের কমিশন বাড়ানোর জেরে দাম বাড়ল সিলিন্ডারের। সিলিন্ডারের লাগাতার দামবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের।

পয়লা অক্টোবর থেকে নয়ই নভেম্বর। দু মাসের মধ্যে তিনবার রান্নার গ্যাসের দাম বাড়ল। কখনও বিদেশিমুদ্রার বাজারে বিনিময় মূল্যের ওঠানামা, কখনও আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামবৃদ্ধির কারণ দেখিয়ে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এবার বহুদিনের দাবি মেনে ডিলারদের কমিশন বাড়ানোর ফলে বাড়ল রান্নার গ্যাসের দাম। ১ অক্টোবর ভরতুকিযুক্ত গ্যাসের দাম ২.৮৯ টাকা বেড়ে দাঁড়ায় ৫০২.৪০ টাকা। ভরতুকিবিহীন গ্যাসের দাম ৫৮ টাকা বেড়ে দাঁড়ায় ৯০৭ টাকা। ঠিক এক মাস পরে ফের বাড়ে গ্যাসের দাম। পয়লা নভেম্বর ভরতুকিযুক্ত গ্যাসের দাম ২.৯৪ টাকা বেড়ে দাঁড়ায় ৫০৫.৩৪ টাকায়। ভরতুকি ছাড়া গ্যাসের দাম ৬২.৫০ টাকা বেড়ে দাঁড়ায় ৯৬৯.৫০ টাকায়। ফের ৯ নভেম্বর দাম বাড়ে রান্নার গ্যাসের। ভরতুকিযুক্ত ও ভরতুকিহীন গ্যাসের দাম ২ টাকা বাড়ে। ভরতুকিহীন গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ৯৭১.৫০ টাকা।



বর্তমান বাংলা সংবাদ (কোলকাতা)

loading....

বর্তমান বাংলা সংবাদ (টাফার বাংলা)

loading....
Image

দিদির মতো আদর করে ৬০ জন অনাথ ভাইকে ফোঁটা দিল ‘রাসমনি’ দিতিপ্রিয়া

Image

রিলিজের দিনই মুখ থুবরে পড়ল ‘ঠগস অফ হিন্দুস্থান’, ট্যুইটারে ছবির সমালোচনায় নেটিজেনেরা

Image

প্রাকৃতিক দুর্যোগের মুখে ইতালি , ভেস্তে যেতে পারে দীপিকা-রণবীরের বিয়ে!

আক্রান্ত পুলিশ, শব্দবাজিতে শহরে গ্রেফতারির সংখ্যা ছাড়াল ১০০০

Nov 08, 2018 09:09 PM IST

Image

কলকাতা: নিষেধাজ্ঞা স্বত্ত্বেও দেদার পুড়ল বাজি ৷ কখনও কখনও আওয়াজের সীমাও ছাড়িয়ে যায় ৷ ধোঁয়াশায় ঢেকেছে গোটা শহর ৷ শব্দবাজির দাপটে জেরবার শহরবাসী ৷ হাজারো নিষেধাজ্ঞা স্বত্ত্বেও বাজির দাপট নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেল পুলিশ ৷ উল্টে নিষিদ্ধ বাজি ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশকর্মীই ৷ ভবানীপুরে নিষিদ্ধ বাজি ধরতে গিয়ে আক্রান্ত এক পুলিশকর্মী ৷ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ৷ গোপন সূত্রে খবর পেয়ে ভবানীপুরের বহুতলে হানা দেয় পুলিশ ৷ বাজি ফাটাতে নিষেধ করলে বচসা বাঁধে দু’পক্ষের ৷ হাতাহাতিতে জড়িয়ে পড়ে অভিযুক্তরা ৷ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

রসঙ্গত, হাজারো বাধানিষেধ থাকলেও শহরজুড়ে বাড়ছে নিষিদ্ধবাজির দাপট ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল গ্রেফতারির সংখ্যাও ৷ গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ বাজি পোড়ানোর দায়ে ৭৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মত্ত অবস্থায় গন্ডগোলে ধৃত ২৫৭ ৷ আরও একাধিক অভিযোগের ভিত্তিতে মোট গ্রেফতারের সংখ্যা প্রায় ১০২৯ জন ৷

মালয়েশিয়ায় কাজে গিয়ে কার্যত বিক্রি বাংলার ৩২ যুবক

Nov 09, 2018 02:46 PM IST

Image

কলকাতা: মালয়েশিয়ায় কাজে গিয়ে কার্যত বিক্রি বাংলার বত্রিশ যুবক। তাঁদের পাসপোর্ট কেড়ে ক্রীতদাসের মতো ব্যবহারের অভিযোগ। গত দশই সেপ্টেম্বর থেকে তিন দফায় শ্রমিকরা যান মালয়েশিয়ায়। একবেলা খাবারও জুটছে না তাঁদের। অসুস্থ হয়ে পড়লেও হচ্ছে না চিকিৎসা। গত দু’মাস ধরে তাঁরা কার্যত বন্দিদশায়। শ্রমিকদের অভিযোগ, বাড়ি ফেরার চেষ্টা করলেও ছাড়া হচ্ছে না। উলটে শুনতে হচ্ছে মৃত্যু হলেই দেহ ফিরবে বাড়িতে। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের এক এজেন্ট ট্যুরিস্ট ভিসায় শ্রমিকদের পাঠান মালয়েশিয়ায়। ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি আটকে পড়ে ফেরানোর উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মালয়েশিয়া দূতাবাসে চিঠি দিয়েছে ট্রাফিকিং কমিটি। সম্প্রতি মোটা মাইনের টোপে ইরানে গিয়ে আটকে পড়েন বাংলার বারোজন শ্রমিক। মাস তিনেক পর তাঁরা ঘরে ফেরেন।

বিদেশে ‘বিক্রি’ ৩২ বাঙালি ৷ মালয়েশিয়ায় আটকে ৩২ শ্রমিক ৷ ২ মাস কার্যত বন্দি শ্রমিকরা ৷ ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যান তাঁরা গোপালনগরের এক এজেন্ট পাঠান মালয়েশিয়ায় ৷ পাসপোর্ট আটকে রাখার অভিযোগ ৷ বন্দি শ্রমিকদের একবেলা খাবারও জুটছে না বন্দি শ্রমিকরা অসুস্থ, মিলছে না চিকিৎসা ৷ ‘জীবিত নয়, ফিরতে হবে মৃত’ ৷ হুমকি দিচ্ছে মালয়েশিয়ার সংস্থা ৷ শ্রমিকদের ফেরানোর উদ্যোগ উদ্যোগ ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির ৷ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি কমিটির ৷ চিঠি মালয়েশিয়া দূতাবাসে ৷

সোর্স : news18

Image

"দীপাবলির আগেই ধোঁয়ায় ঢেকেছে রাজধানী"

Image

"বাজি ফাটাচ্ছেন শুভশ্রী, দায়িত্বশীল রাজের সাবধানবাণী ‘সরে এসো’"

Image

"বাজি দূষণে বাড়ছে রোগের প্রকোপ, আক্রান্ত ফুসফুস-নাক-কান-ত্বক"

Image

"আগামিকাল উদ্বোধন, ১১-১৭ নভেম্বর ছবির উৎসবে মাততে চলেছে কলকাতা"