MGM রাজ্য কমিটির ভার্চুয়াল সভা

আজ সন্ধ্যায় MGM মানবতার গর্ব মমতা সংস্থাটির রাজ্য কমিটির একটি ভার্চুয়াল সভা হল। যদিও সভাটি ছিল বর্ধিত সভা এবং এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির বিভিন্ন পদাধিকারী ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষকগন। সভার শুরুতেই MGM রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজী এজাজ আহমেদ সভার বিভিন্ন এজেন্ডা নিয়ে উপস্থিত ভলান্টিয়ারদের অবগত করান ও ওই সমস্ত এজেন্ডা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্য কমিটির বেশ কয়েকজন পদাধিকারীর ও বিভিন্ন জেলার সভাপতি, সম্পাদক ও পর্যবেক্ষকরা। উক্ত সভায় মানবতার গর্ব মমতা সংস্থার স্বেচ্ছাসেবকদের, 2024 এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রীর পদে দেখার আশায়, এই সংস্থার সোশ্যাল মিডিয়ার সমস্ত কাজকর্ম সর্বশক্তি দিয়ে গতিশীল করার প্রস্তাব নেওয়া হয় ও নির্দেশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদাধিকারী স্বেচ্ছাসেবকরা তাদের কাজ চালিয়ে যেতে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ও সমাধান সূত্র বার করা হয়। সংস্থার রাজ্য কমিটির সভাপতি শ্রীমতি প্রিয়া দত্ত সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *