ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠিচার্জ করল বিজেপি সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গো ব্যাক স্লোগান। উদয়পুর মাতাবাড়ি এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিজেপির সর্মথকরা এই কাণ্ড ঘটান। এয়ারপোর্ট থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে বিজেপির সমর্থকরা জায়গায় জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গাড়ি আটকাবার চেষ্টা করেন, গাড়িতে লাঠিচার্জ করেন ও গো ব্যাক স্লোগান দেন বলে তৃণমূলের অভিযোগ।