
আজ সন্ধ্যায় MGM মানবতার গর্ব মমতা সংস্থাটির রাজ্য কমিটির একটি ভার্চুয়াল সভা হল। যদিও সভাটি ছিল বর্ধিত সভা এবং এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির বিভিন্ন পদাধিকারী ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষকগন। সভার শুরুতেই MGM রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজী এজাজ আহমেদ সভার বিভিন্ন এজেন্ডা নিয়ে উপস্থিত ভলান্টিয়ারদের অবগত করান ও ওই সমস্ত এজেন্ডা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্য কমিটির বেশ কয়েকজন পদাধিকারীর ও বিভিন্ন জেলার সভাপতি, সম্পাদক ও পর্যবেক্ষকরা। উক্ত সভায় মানবতার গর্ব মমতা সংস্থার স্বেচ্ছাসেবকদের, 2024 এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রীর পদে দেখার আশায়, এই সংস্থার সোশ্যাল মিডিয়ার সমস্ত কাজকর্ম সর্বশক্তি দিয়ে গতিশীল করার প্রস্তাব নেওয়া হয় ও নির্দেশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদাধিকারী স্বেচ্ছাসেবকরা তাদের কাজ চালিয়ে যেতে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ও সমাধান সূত্র বার করা হয়। সংস্থার রাজ্য কমিটির সভাপতি শ্রীমতি প্রিয়া দত্ত সভাপতিত্ব করেন।