
TDPWU / INTTUC এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ,, বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে এবং পি এফ এর সাথে আধার কার্ড লিংক নিয়ে শ্রমিকদের মধ্যে যে অনিশ্চিয়তার পরিস্থিতি তৈরি করেছে এবং ছোট বাগান কে টি বোর্ড এর আওতায় আনবার দাবী সহ সমস্ত শ্রমিকদের Covid ভ্যাক্সিন প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হলো।। মালবাজার উদিচি হলে আগামি ১৯ জুলাই এই বিষয় গুলো নিয়ে কনভেনশন করা হবে এবং ১০ ই আগস্ট ২০২১ শে ডিভিশনাল কমিশনার কে ১০ হাজার শ্রমিকদের নিয়ে পদযাত্রা করে প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে স্বারকলিপী প্রদান করবার সিদ্ধান্ত গ্রহন করা হলো আজকের এই গুরুত্বপূর্ণ সভায়।। এই সভায় রঞ্জিত ঘোষ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।।
