
কোহিনুর অঞ্চলের তৃণমূলের সভা
আলিপুরদুয়ার -।। নম্বর ব্লকের কোহিনুর অঞ্চলের অঞ্চল ভিত্তিক সভা অনুষ্ঠিত হলো শামুকতল্লার ঋষি ভবনে।।
উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি শ্রী প্রকাশ চিক বাড়াইক মহাশয়, জেলা সাধারণ সম্পাদক শ্যামল বোস, শ্রী ভাস্কর মজুমদার,জেলা নেতা শ্রী গঙ্গা প্রাসাদ শর্মা,INTTUC সভাপতি শ্রী বিনোদ মিঞ্জ, আলিপুরদুয়ার-2 নম্বর ব্লক সভাপতি শ্রী লেওস কুজুর, পঞ্চায়েত সভাপতি শ্রী অনুপ দাস,যুব ব্লক সভাপতি শ্রী রানা পাল, কাজল দত্ত, মাজিদুল ইসলাম, অর্জুন দেবনাথ, নির্মল দাস প্রমুখ।
