Breaking News : ব্রেকিং নিউজ

BREAKING NEWS


LIVE UPDATE বিজেপির নবান্ন অভিযান

October 08 2020, 12:06 [IST]

Image

সকাল ১০.৪৪: নবান্ন অভিযানে যাওয়ার পথে বিজেপি কর্মী-সমর্থকদের ডানকুনিতে আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, আরামবাগ, ধনেখালি, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে বাসে করে নবান্ন অভিযানে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তাদের কর্মীদের বাস থেকে নামিয়ে দেয় পুলিশ। অভিযোগ, তাদের হেঁটে যাওয়াতেও বাধা দেয়। পাশাপাশি তারা আরও অভিযোগ তুলেছেন, বিজেপি কর্মীদের নবান্ন যেতে না দেওয়ার জন্য আগে থেকেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কলকাতা অভিমুখী রাস্তায় পরিকল্পিতভাবে যানজট তৈরি করা হয়েছে।

বেলা ১১.৪৬: কৈলাস বিজয়বর্গীয় বলেন, “দুর্নীতিমুক্ত করতে পুরো রাজ্য সরকারের স্যানিটাইজেশন হোক। রাজ্য সরকার ঘাবড়ে গিয়েছে। বেহালা, ভবানীপুর, ডানকুনিতে বিজেপি কর্মীদের আটকেছে পুলিশ। লাঠিচার্জ করছে। তৃণমূল কার্যকর্তাদের মতো কাজ করছে পুলিশ। তৃণমূল সরকার ঘাবড়ে গিয়েছে। গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাওয়ের দাবিতে এই আন্দোলন চলবে।”

বেলা ১১.৫৪: মুকুল রায় বলেন, “বিজেপির গাড়ি বিভিন্ন জায়গায় পুলিশ আটকাচ্ছে। প্রশাসন নির্ভর হয়ে পড়েছে এই সরকার। শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে বিজেপি কর্মীরা যাচ্ছে। আমরাও যাচ্ছি। যেখানে আটকাবে আটকে যাব।”

More Breaking News আরও দেখুন রাজ্য-রাজনীতি : Bartamaan বাংলা সংবাদে

আরও দেখুন দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সর্বশেষ খবর, পশ্চিমবঙ্গের রাজনীতি, শিক্ষা, উন্নয়ন, খেলা নিয়ে কী হচ্ছে তার আপডেট পান প্রতিদিন বর্তমান বাংলা সংবাদে

More Breaking News in Bengali by Bartamaan বাংলা সংবাদে.

খবর সমূহ দেখুন »

তৃণমূলকে জোড়া ফলায় বিদ্ধ করতে অভিযান! রাজ্যে আসছেন মোদী

November 26 2018, 14:46 [IST]

image

রথযাত্রা চলাকালীন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে ৪ টি জনসভা করার ব্যাপারে তিনি সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তবে সভার দিন ও জায়গা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গের সভা শিলিগুড়ি কিংবা মালদহে হতে পারে। বাকি তিনটি সভা দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভবনা। আলোচনায় উঠে এসেছে দুর্গাপুর, কৃষ্ণনগর এবং বীরভূমের নাম। তবে সভার স্থান কিংবা তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আগে ঠিক ছিল জানুয়ারিতে ব্রিগেডে বিজেপির সভার পর ফেব্রুয়ারিতে রাজ্য সফরে আসবেন মোদী। কিন্তু সেই আলোচনায় কিছু রদবদল আনা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে সভা করার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদী নিজেই আগ্রহ দেখিয়েছেন। রাজ্যে আসার ব্যাপারে তিনি সম্মতি জানিয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যে বিজেপির প্রচার কৌশল অনুযায়ী, রাজ্যকে ৫ টি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেদিনীপুর। যেখানে আগেই প্রধানমন্ত্রী সভা করে গিয়েছেন। পরবর্তী পর্যায়ে এবছরের মধ্যেই বাকি চারটি জোনে একবার করে মোদীকে দিয়ে সভা করিয়ে নিতে চায় বিজেপি নেতৃত্ব। রাজ্যে বিজেপির রথযাত্রা শুরু হচ্ছে ৭ ডিসেম্বর। বাকি দুই রথযাত্রা শুরু হবে ৯ ও ১৪ ডিসেম্বর।

তৃণমূল বনাম তৃণমূল হুলুস্থূল-কাণ্ড মাথা ফাটল ‘নেতা’র

Mon, Nov 26, 2018, 13:00 [IST]

image

পঞ্চায়েতে যারা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, ঘটা করে তাঁরা ফিরছেন মূলস্রোতে। আনন্দের এই অনুষ্ঠানে হঠাৎ ছন্দপতন। মঞ্চেই সম্মুখ সমরে দুই তৃণমূল। আদি বনাম নব্য দ্বন্দ্ব তো ছিলই। এবার ফের সেই পুরনো ঝামেলা- মাদার বনাম যুব। তৃণমূলের মাদার সংগঠনের সঙ্গে যুব সংগঠনের লড়াইয়ে ধুন্ধুমার-কাণ্ড। মাথা ফাটল নেতার। অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। কেউ নির্দল হয়ে পঞ্চায়েতে লড়াই দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। লোকসভার আগে তাঁদেরই দলে যোগ দেওয়ানোর অনুষ্ঠান। সেই অনুষ্ঠান পরিচালনা করছিলেন যুব নেতা লুৎফার রহমান। হঠাৎই নির্দেশ এল কেষ্ট-দার। লুৎফারকে মাউথপিস রেখে বসার নির্দেশ দিলেন তিনি।

কেন হঠাৎ এমন নির্দেশ জলপাইগুড়ির কেষ্টদা কৃষ্ণ দাসের। তাঁর সাফ কথা, অনুষ্ঠান আয়োজন করেছি আমি। আমার কথা মতো চলবে অনুষ্ঠান। তাঁর অন্যথা হবে না। মঞ্চেই শুরু হয়ে যায় উত্তপ্ত বাক্য বিনিময়। হুলুস্থূল পড়ে যায় উপস্থিত নেতা-কর্মীরা মধ্যে। লাঠি, ধরালো অস্ত্র নিয়ে একেবারে রণক্ষেত্র অবস্থা। একদিকে তৃণমূলের মাদার সংগঠনের নেতা-কর্মীরা, অন্যদিকে যুব সংগঠনের নেতারা। এই ঘটনায় মাথা ফাটল যুব তৃণমূলের অঞ্চল সভাপতির। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অনেকেই জখম হয়েছেন। জলপাইগুড়ি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। এই ঘটনায় কৃষ্ণ দাস-সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।


image

শবর মৃত্যু নিয়ে নেই কোনও দুঃখপ্রকাশ! প্রহসন-বিধানসভা থেকে ওয়াকআউট বিরোধীদের

image

খোল-করতাল নিয়ে মোদীর শ্মশান যাত্রা অনুব্রত গড়ে অভিনব আয়োজন

image

ছত্তিশগড়ে ভয়াবহ এনকাউন্টার! ৮ মাওবাদী ও ২ পুলিশ কর্মীর মৃত্যু


image

ব্যাঙ্ক ম্যানেজার স্ত্রীর কাছে মুহুর্মুহু টাকা দাবি! তারপরের ...

image

স্ত্রীর সঙ্গে পরকীয়া বন্ধুর! চড়ুইভাতির পরই সন্দেহের বশে ঘটে গেল ...

image

ওড়িশায় কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থার অভিযোগ, খালি করা হল ...

image

জঙ্গিদের কংগ্রেস বিরিয়ানি খাইয়েছে, বিজেপি খাওয়াচ্ছে বুলেট ...