Bartamaan Logo
বাংলা সংবাদ

বর্তমান বাংলা সংবাদ

Breaking News : ব্রেকিং নিউজ->>

বর্তমান বাংলা সংবাদ

রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’

রাষ্ট্রসংঘে পুরস্কৃত ‘সবুজ সাথী’ ও ‘উৎকর্ষ বাংলা’ : Bartamaan

বর্তমান সংবাদ ডেস্ক

September 09 2020, 11:2230
Author: খবরিয়া

আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার। রাষ্ট্রসংঘে সেরার পুরস্কার পেল রাজ্য সরকারের সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্প। ১৬০টি দেশের মধ্যে বিশ্বসেরার মুকুট উঠল বাংলার মাথায়। যা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের বিরাট সাফল্য। এখানেই শেষ নয়, স্কিল ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্প। রাষ্ট্রসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি গত ৭ সেপ্টেম্বরই ভারচুয়ালি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে। জানানো হয়, ১৬০টি দেশের তরফে মোট ১৬০০টি প্রকল্পের... আরও পড়ুন



স্বাস্থ পরিসেবা নিযে মূখ্যমন্ত্রী কি বলেছিলেন

স্বাস্থ পরিসেবা নিযে মূখ্যমন্ত্রী কি বলেছিলেন : Bartamaan

বর্তমান সংবাদ ডেস্ক

September 25 2019, 14:5050
Author: খবরিয়া

অতীতের পৃষ্ঠা থেকে : রাজ্যের স্বাস্থ ব্যাবস্থার উপর মূখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়|
দেখুন অতীতের ঘটনা নিয়ে একটি ভালো ভিডিও |আমরা অতীতের আরও অনেক ভিডিও আপনাদের জন্য দেখাতে চলেছি|
ধারাবাহিকভাবে আমরা ঐ সমস্ত ভিডিওগুলো আমাদের দর্শকদের জন্য উপস্থাপিত করবো|
ভিডিওটি প্রস্তুত করেছেন অবতক বাংলা|

সোর্স : অবতক বাংলা



১০০ শতাংশ সাফল্য চাইছে তৃণমূল, একুশের আগে পাখির চোখ ফালাকাটা

১০০ শতাংশ সাফল্য চাইছে তৃণমূল, একুশের আগে পাখির চোখ ফালাকাটা : Bartamaan

বর্তমান সংবাদ ডেস্ক

September 12 2020, 11:2240
Author: খবরিয়া

২০২১ বিধানসভা নির্বাচনের আগে ফালাকাট উপনির্বাচনের দিকে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেননা রাজ্যের শাসকদল মনে করছে কর্মীদের মনোবল বাড়াতে ফালাকাট উপনির্বাচন জেতা উচিত। তা না হলে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তা প্রভাব ফেলতে পারে। তৃণমূল তাই এই কেন্দ্রে জয়ের লক্ষ্যে বিশেষ কৌশল অবলম্বন করল। সম্প্রতি ফালাকাটা উপনির্বাচন নিয়ে একটি বৈঠক হয় তৃণমূলে। ফালাকাটা কমিউনিটি হলে সেই বৈঠকে নেতাদের নির্দেশ দেওয়া হয় কালবিলম্ব না করে বাড়ি বাড়ি প্রচার শুরু করতে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি... আরও পড়ুন



বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টায় আছে : বিজিএম

বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টায় আছে : বিজিএম : Bartamaan

বর্তমান সংবাদ ডেস্ক

Octobet 10 2020, 13:2245
Author: খবরিয়া
Image

বিজেপির নবান্ন অভিযান কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু হয়েছে। ওই মিছিল... আরও পড়ুন



ডানকুনিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা, জয়ের মাথা ফাটল

ডানকুনিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা, জয়ের মাথা ফাটল

বর্তমান সংবাদ ডেস্ক

Navember 18 2018, 07:2248
Author: খবরিয়া

ডানকুনিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা, মাথা ফাটল জয়ের ডানকুনি, ১৮ নভেম্বর : হুগলির মশাটে সভা সেরে ফেরার পথে ডানকুনির কালিপুরে আক্রান্ত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া দলের কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন বলে BJP সূত্রে খবর। দিলীপ ঘোষের গাড়ি সহ মোট ৫টি গাড়িতে ভাঙচুর হয়। BJP-র অভিযোগ, হুগলির তৃণমূল জেলা সভাপতি তথা কৃষি-বিপণণ মন্ত্রী তপন দাসগুপ্তর প্ররোচনায় হামলা চালানো হয়। গাড়ি থেকে নামলে BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাঠির বাড়ি মারা হয়। তাঁর মাথা ফেটে যায়। যুব মোর্চা সম্পাদক প্রকাশ দাসও হামলায়... আরও পড়ুন



এই কালীপুজোয় মহিলাদের প্রবেশ নিষিদ্ধ

এই কালীপুজোয় মহিলাদের প্রবেশ নিষিদ্ধ

বর্তমান সংবাদ ডেস্ক

November 7th 2018, 05:3709
Author: খবরিয়া

শবরীমালা মন্দিরের মতোই মহিলাদের প্রবেশ নিষিদ্ধ এই কালীপুজোয়। পুজো কমিটির সদস্যরা এই পুজোতে কোনওভাবেই মহিলাদের ঢুকতে দেন না। এই কালীপুজো অনুষ্ঠিত হয় কলকাতাতেই। কলকাতার চেতলা প্রদীপ সংঘ পুজো কমিটির সদস্যরা বলেন, ‘‌তারাপিঠের পুরোহিতরা ৩৪ বছর আগে এই কালীপুজো শুরু করেন। তখন থেকেই পুজো মণ্ডপের ভেতর মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। আমরা সেই নিয়মকেই এতদিন পালন করে চলেছি। পুজোর সময় কোনও মহিলা প্রবেশ করলে পুজোর রীতিকে উলঙ্ঘন করা হবে। আমরা বিশ্বাস করি কোনও মহিলা যদি পুজোয় প্রবেশ করে তবে এলাকায় কোনও অঘটন ঘটবে। ৩৪ বছরের এই রীতিকে কোনওভাবেই ভাঙা... আরও পড়ুন







বর্তমান বাংলা সংবাদ (কোলকাতা)

স্রেফ বাংলাই বঞ্চনার শিকার : মুখ্যমন্ত্রী

image

এলাহবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ্য। ফৈজাবাদের নাম বদল করে রাখা হয়েছে অযোধ্যা। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবার দীপের নাম বদলে শহিদ ও স্বরাজ করার আর্জিও প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে। সেটাও হয়ত হয়ে যাবে। কেবল আটকে থাকছে বাংলাই! রাজ্য সরকার চাইলেও পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করতে দিচ্ছে না কেন্দ্র, বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন মমত বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বিজেপির দ্বিচারিতার কথা উল্লেখ করে একটি দীর্ঘ পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, ক্ষমতায় আসার পর থেকই অনেক ঐতিহাসিক সৌধের নাম বদল করেছে বিজেপি। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এটা করছে তাঁরা।

স্বাধীনতার পর অনেক রাজ্য এবং শহরের নামও বদল হয়েছে। পুদুচেরি (পণ্ডিচেরি), চেন্নাই (মাদ্রাস), মুম্বই (বোম্বে), বেঙ্গালুরু (বেঙ্গালোর) সহ আরও একাধিক শহরের নাম পরিবর্তন হয়েছে। এবং এই সবকটি রাজ্যের-ই নাম পরিবর্তন করা হয়েছে সেই অঞ্চলের মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখেই। একই সঙ্গে ভাষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু বাংলার বেলাতেই দ্বিচারিতা করা হচ্ছে।

বর্তমান বাংলা সংবাদ (জাতীয়)

ছত্তীসগঢ়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণ মাওবাদীদের

image

দু দিন আগেই (১২ নভেম্বর)আতঙ্কের আবহে প্রথমদফার ভোট হয়ে গিয়েছে ছত্তীসগঢ়ের মাওবাদী অধ্যুষিত ১৮টি বিধানসভা কেন্দ্রে। সেই ভোটের রেশ কাটতে না কাটতেই ফের মাওবাদী হামলা বিজাপুরে। বিজাপুরে IED বিস্ফোরণে গুরুতর আহত চার বিএসএফ জওয়ান সহ মোট ছয় জন।

ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে ছত্তীসগঢ়ে। সূত্রের খবর, ভোটের ডিউটি শেষ করে বুধবার বিজাপুর থেকে বিএসএফের সদর দফতর মহাদেবঘাটে ফিরছিলেন জওয়ানরা। বাস যখন গন্তব্যস্থল থেকে মাত্র চার কিলোমিটার দূরে, তখন রাস্তায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। মাওবাদী দমন শাখার ডেপুটি ইনস্পেকটর জেনারেলসুন্দররাজ পি জানিয়েছেন, "সকাল ৯টা নাগাদ বিজাপুর থেকে ৭ কিলোমিটার দূরে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় ৪ জন বিএসএফ জওয়ান, একজন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং চালক গুরুতর আহত হন। তাঁদের সবাইকে বিজাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহতরা সকলেই বিপন্মুক্ত। প্রয়োজন হলে তাদের সকলকে রাইপুরে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলের আশেপাশে কোনও ভোটকর্মী ছিলেন না। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিসবাহিনী। প্রসঙ্গত ১২ নভেম্বর ছত্তীসগঢ়ে প্রথম দফায় ভোটের আগে মাওবাদী বিস্ফোরণে প্রাণ যায় বেশ কয়েকজনের। ভোটের দিন সকালেও আইইডি বিস্ফোরণ ঘটে। দুপুর নাগাদ বিজাপুরেই কোবরা জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলিবিনিময়ে কয়েকজন জওয়ান আহত হন, মৃত্যু হয় পাঁচ মাওবাদীর। ছত্তীসগঢ়ে প্রথম দফায় ৭০ শতাংশ ভোট পড়ে, মাওবাদীদের ভোট বয়কটের ডাক ব্যর্থ হয়। ছত্তীসগঢ়ে পরের দফায় ভোট ২০ নভেম্বর। প্রথম দফায় ভোট বানচালে ব্যর্থ হয়ে মাওবাদীরা দ্বিতীয় দফার ভোটের আগে আবার সক্রিয় হয়ে উঠেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও ব্রেকিং খবর

রাজ্য-রাজনীতি  ক্লিক করুন
আইন-আদালত অপরাধ  ক্লিক করুন
একের মধ্যে অনেক খবর  ক্লিক করুন
আজকের হালচাল, খবরাখবর  ক্লিক করুন

গাজার দাপটে তছনছ তামিলনাড়ুর ৬ জেলা : Bartamaan
কেরল চলে যাওয়ার আগে তামিলনাড়ু একটি বড় অংশকে তছনছ করে দিয়ে গিয়েছে ঘূর্ণঝড় গাজা। রাজ্যের ৬ জেলায় ছড়িয়েছিটেয়ে রযেছে সেই ধ্বংসলীলা। ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে বয়ে যাওয়া ঝড়ে বিধ্বস্থ তামিলনাড়ুর নাগাপট্টিনম, বেদারানায়ম সহ রাজ্যের একাধিক এলাকা। এখনও পর্যন্ত ছয় জেলায় ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিসেষ ক্ষতিগ্রস্থ উপকূল এলাকা।...

বর্তমান বাংলা সংবাদ (প্রকৃতি)

Flower

ফাইল ফটো - শ্বেত জবা...

বর্তমান বাংলা সংবাদ (প্রকৃতি)

Flower

ফাইল ফটো - স্থলপদ্ম...

বর্তমান বাংলা সংবাদ (প্রকৃতি)

Flower

ফাইল ফটো - জারুল ফুল...

© copyright All Rights Reserved,Bartamaan.in,2018